প্রিয়জন তোমার চোখের কোনে লুকিয়ে অভিমানের দাগ, দূরে থাকি তাই বলে কি করতে হবে রাগ।
প্রিয়জনতোমার চোখের কোনে লুকিয়েঅভিমানের দাগ,দূরে থাকি তাই বলে কিকরতে হবে রাগ।
প্রবাসে বড় কস্ট করি গোসংসারে স্বচ্ছলতার জন্য,সেথাই থাকলে হাসি খুশিপরিশ্রম হবে ধন্য।
প্রিয়জনের একটু হাসিকস্ট ভুলায় যত,বুঝলি না তুই প্রবাস জীবনবুকটা যেন ক্ষত।
এই তো আমি সামনের মাসেআসব চলে বাড়ি,তোমাকে নিয়ে সাজাবো ঘরস্বপ্ন কাঁড়ি কাঁড়ি।
আফরোজ বলে প্রবাস জীবনবুকে জ্বলা
0 Comments