একটা সময় আসবে যেখানে তোমার মনে হবে সবকিছু তোমার বিরুদ্ধে তোমার নিজেকে অনেক ছোট মনে হয় সব সময় একটা রাগ নিজের ওপর থাকবে একটা কষ্ট সেটা কোনদিনও কাউকে বোঝানো যাবে না সেটা সবসময় হয় তোমার মনে হবে যে বেঁচে থেকে কোন লাভ নেই এরকম জীবন যেখানে কোন সুখ শান্তি নেই প্রত্যেকটা সময় শুধু খুঁজে যাচ্ছি একটুকু সুখ টাকার অভাবে কতকিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে আদিও পাবকি আমি আমার এই স্যাক্রিফাইসের মূল্য করতে থাকি এরকম প্রশ্ন নিজেকে
মাঝে মধ্যে একটা রাত জেগে যায় যে যতই কষ্ট হোক এবার আমি আমার স্বপ্ন পূরণ করবোই আমি আমি জানি আমি একা আমিও পারবো আমার স্বপ্নকে পূরণ করতে মাঝেমধ্যে নিজেকেই প্রশ্ন করে আর নিজেকেই সন্দেহ করি না বিশ্বাস করতে নিজেকে এই পরিস্থিতিতে যেদিন আমাকে প্রতিদিন আমাকে বোঝাচ্ছে ভুবন আমি জানি আমি জানি আমার কোন যোগ্যতা নেই কারোর কাছে আমার বাবার কোটি কোটি টাকা নেই যে আমাকে একটা রাজপ্রাসাদ করে দেবে আর বলবে বাবু শান্তিতে জীবন
যাপন করে আমার জীবন আমাকেই করতে হবে যদি আমি হাল ছাড়ি তাহলে কোনদিন নিজেকে ক্ষমা করতে পারবোনা আমি জানি এটা কতটা কষ্টকর কিন্তু আমি এই কষ্টটা সারা জীবন ভুলতে পারবো পারবো না দেখতে চোখের সামনে তাকে ঘুরতে অন্য কারোর হাত ধরে আমি ঘুরে বেড়া পছন্দ করি এই বানাটা বন্ধুদের দিকে আমার জীবন টাকে আমি আমার মতো করে সাজাতে চাই প্রত্যেকটা
সেক্রিফাইজের মরি আমি আমার ভবিষ্যতে পেতে চায় তাই পারবোনা আমি হার মানতে যে যা বলে বলুক আরও যত কষ্ট হয় আমাকে দিক আমি ঠিক সহ্য করবো কারণ আমি সাধারন হয়ে বাঁচতে চাই না আমি আমাকে হারাতে চাই আমার গুরুত্ব আমাকে তৈরি করতাম কেউ করে দেবেনা আমার হয় তাই আজ আমি তৈরী সমস্ত কষ্ট কে বেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানো কারণ আমার কাছে আর কোন উপায়
0 Comments