যদি আপনার ভরসা খোদার উপরে থাকে তাহলে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই ভাবেন কিন্তু যদি বিশ্বাস থাকে নিজের ওপরে তাহলে খোদার সেটাই আপনার ভাগ্যে লিখবে যা নিচে আসবেন ওই মানুষটির গুরুত্ব কখনো কম হতে দেবেন না যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয় মানুষ দুটি কারণে সম্পূর্ণ বদলে যায় অনেক স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে অথবা অনেকে স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া লোক গুলোই হলো আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয় আর ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লাগেনি আর নিশ্চিতে এটা খুব দ্রুত দেখা যায় একটা সত্য কথা বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে কিন্তু
বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে সম্পর্ক মনে থাকা দরকার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকা দরকার মনের মাঝে নয় একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে অবশ্যই পৌছব কারণ আঘাত কোন বিষয় যাবার পরে আমি মরে যাব মানুষ যখন কোন ভুল করে সে আগে পিছনের ডাইনে-বাঁয়ে সব জায়গায় দেখে কেবল উপরে দেখতে ভুলে যায় যতক্ষণ আপনি আপনার সবথেকে বড় দুর্বলতা কেনা চিনতে পারবে ততদিন আপনি আপনার সবথেকে বড় শক্তি কেউ চিনতে পারবেন না খুশিতে থাকা কেবল একটি মন্ত্র আছে আশা কেবল নিজের উপরে রাখুন অন্য কারোর উপরে নয় তার সাথে অবশ্যই থাকুন সময় খারাপ কিন্তু তার সাথে কখনোই থাকবেন না যার উদ্দেশ্য খারাপ নিজেকে ছোট থাকতে দিন যে মাথা নিচু করে ঢুকবে বুঝে নেবে সেই কেবল আপনার আপনজন সম্পর্কের অভিযোগ
অভিমান হতে থাকে তাহলে বুঝে নেবে সম্পর্কের দূরত্ব তৈরি হচ্ছে কেউ খুব সুন্দর বলেছে যদি মনের মধ্যে কিছু রেখে বাঁচে তাহলে মন ভরে বাঁচতে পারবেন না মানুষ জন্মের দু'বছর পর কথা বলা শিখে যায় কিন্তু কি বলতে হবে এটা শিখতে সারা জীবন লেগে যায় আজকালকার সম্পর্ক থেকে মোবাইলের ব্যাটারি ভালো সে সবার আগে অন্তত দেয় যে ধোকা পায় সে তো ধোঁকা পাবার পরে নিজেকে সামলে নেয় কিন্তু যে ধোঁকা দেয় সে নিজেকে বুদ্ধিমান মনে করে আর একের পর এক ভুল করতে থাকে কেউ ঠিকই বলেছে সময় কখনো একরকম থাকে না সেও একদিন ঠিক কাঁদবে যে আজ অন্যদেরকে
কাঁদাচ্ছে কিছু লোকের উপরে ওঠার এত বেশি তাড়া থাকে এরা ছোটলোক গুলোর হাত না ধরে বড়লোকেরা বেশি পছন্দ করে সবশেষে বলব পরিশ্রমের মূল্য আর সমস্যার সমাধান দেরিতে হলেও পাওয়া যায় তাই পরিশ্রম করতে থাকুন বন্ধুরা কেমন লাগলো
0 Comments