আমরা কেন ব্যর্থ হয়ে কারণ আমরা নিজেদের জন্য লড়াই করতে ভয় পায় না সম্ভবত সাফল্য লাভের জন্য ব্যর্থ হওয়া খুব কষ্টের জিনিস গুলোর একটি যাচ্ছে কারো সাথে করতে পারে যখন আমরা ব্যর্থ হয়ে তখন আবার চেষ্টা করার আগ্রহ হারিয়ে ফেলে অথবা আপনার প্রতিভা কঠোর পরিশ্রম করতে প্রেরণার অভাব বোধ করি যখন অন্যদের ব্যর্থ বলে আমরা নিজেদের উপর বিশ্বাস না রেখে তাদের কথায় বিশ্বাস করি এবং আমরা আমাদের স্বপ্নের ক্যানভাস থেকে একটু একটু করে নিজেদের গুটিয়ে নিয়ে জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান বলেছেন সাফল্য-ব্যর্থতা উপরের অংশ কিন্তু কোনটাই স্থায়ী নয় দুই ধরনের হয়ে থাকে যখন পৃথিবীর সবাই মনে করে যে আপনি একজন ব্যর্থ মানুষ এ ক্ষেত্রে হয়তো আপনি আসলে তা না আপনি শুধু একটু আলাদা অন্যটি হলো আপনি নিজেকে ব্যর্থ মনে করেন এই ক্ষেত্রে সত্যিই ব্যর্থ কারণ আপনি নিজের সম্পর্কে অন্যের মতামত জেনে নিচ্ছেন আরও একটি কারণ আছে তাহলে আমরা অলস
পিপি শেখার জন্য পরিশ্রম না করে খুব মজার মিষ্টি আর মস্তিষ্কে বানাতে চায় আমরা ছবি আঁকার জন্য যথেষ্ট শ্রম ও মেধা খাটিয়ে ও বিকাশ এর মত ছবি আঁকতে চাই এবং আমরা যখন তা পারি না তখন হাল ছেড়ে দে আর সারা জীবন এই বলে কাটায় যে আমি সম্পূর্ণ ব্যর্থ একজন মানুষ জেকে রাওলিং বলেছেন কোন ক্ষেত্রে ব্যর্থ হওয়া ছাড়া জীবন অসম্ভব যদি না আপনি খুব সাবধানে জীবনযাপন করে থাকেন বা কখনো চেষ্টা না করে থাকেন সেক্ষেত্রে আপনি নিজের দোষেই ব্যর্থ পৃথিবীর সবচেয়ে সফল মানুষের তালিকায় আছেন তাদের ঠিক আমরা অনুপ্রাণিত হয়ে তারা সবাই তাদের প্রথম জীবনে খুব বাজেভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন ব্যর্থ হয়েছিলেন এ সকল অনুপ্রেরণার দুইটি জিনিস লক্ষ্য করা যায় কখনো থেমে থাকে নি এবং তাঁরা নিজেদের যোগ্যতাকে কখনো সন্দেহ করেনি অন্যকথায় সফল না হওয়া পর্যন্ত তারা বারবার চেষ্টা করে গেছেন কারণ তারা জানতেন তাদের মধ্যে পৃথিবীতে আহত ভিন্ন এবং চমৎকার কিছু আছে তারা মোটেও ব্যস্ত ছিলেন না কারণ তারা নিজেদের প্রতিভা আবেগ ও চিন্তা ভাবনার জন্য সবকিছু
ত্যাগ করেছিলেন আসলে পৃথিবীর তখনও তাদের চিনতে পারেনি তারা সর্বোচ্চ ব্যর্থ ছিলেন যতক্ষণ না তারা নিজেদের উপর বিশ্বাস আনতে পেরেছিলেন যে তাদের ভুল বোঝানো হয়েছে তার চরম ব্যর্থ হতে যদি না তারা আবার চেষ্টা করা কে বেছে নিতেন আপনি কি জানেন বাস্কেটবল টিম থেকে বাদ পড়ার পর মাইকেল জর্ডান এর বাবা কে কি বলেছিলেন বলেছিলেন এখন তুমি কি কাজ করতে পারো তাহলে আরো বেশি চর্চা করো এবং তাদের এটা বিশ্বাস করাও যে তারা ভুল করেছে আজ আমরা আমাদের অনুপ্রেরণা তালিকা থেকে কিছু সফল মানুষের জীবনের বড় বড় ব্যর্থতার গল্প তুলে ধরব বলেছেন যখন আপনার বয়স অল্প তখন ব্যর্থতা থাকা ভালো কারণ এটা আপনাকে অনেক কিছু শেখায় এবং আপনি একবার খারাপ কিছুর মুখোমুখি হলে পরে কখনো থেমে থাকবে না আমরা সবাই জানি যে দিকে একটি
নিউজ পেপার থেকে বের করে দেয়া হয়েছিল কারণ তার চিন্তা-ভাবনা ছিল সাধারণ এবং সেগুলোতে মৌলিকতা ছিল না এরপর তিনি একটি ছোট কম্পানী লাভ শুরু করেন দেওলিয়া হয়ে যায় তার প্রথম কার্টুন চরিত্র ছিল কিন্তু এটা প্রথমবারের সিলেক্ট করা হয়নি প্রথম একটি স্টুডিওতে প্রত্যাখ্যান করেছিল কারণ তাদের মনে হয়েছিল একটি বড় ইঁদুর মহিলাদের ভয় পাইয়ে দিতে পারে তাদের সংস্কৃতি কি পরিস্থিতিতে পড়ে অথচ এটি প্রচার করা হলে পুরো এনিমেশনের ধারণায় বদলে যায় মিকি মাউস প্রথম এনিমেটেড চরিত্র যাতে কষ্ট দেয়া হয়েছিল সেই প্রথম কথা বলা কার্টুন এর প্রথম এনিমেটেড মুভি ছিল এর থেকে যে পরিমাণ অর্থ আছে তা দিয়ে তিনি বলেন এখানে তিনি ওয়্যুক্সিয়া তৈরি করেন 1964 সালে তিনি মারা যান কিন্তু তারা এখনো আছে ডিজনি স্টুডিও আমাদের কিছু অসাধারণ গল্প দিয়েছে যেমন
কুড়ি মিটার রবিনসন ক্রুসো সিন্ডারেলা এবং আরো অনেক কিছু আপনার ডিকশনারি থেকে অজুহাত শব্দটি মুছে ফেলুন দারিদ্রতার সাহায্যের অভাব কোন অজুহাত হতে পারেনা নির্জন গ্যাস বিল গেটসের ছেলে তাকে আপনারা কয়জন চেনেন আর যারা হচ্ছেন তারা তাকে বিল গেটসের ছেলে বলেই চেনেন আমরা বলি না বিলগেস্ট এর বাবা মহান সফল ব্যক্তিদের ছেলেরা খুব কমই সাফল্যের মুখ দেখে থাকে কিছু পাওয়ার জন্য তাদের খুব বেশি চেষ্টা করতে হয় না তাই রেফারেন্স ছাড়া কেউ তাদের চেনেনা মহারাষ্ট্রের হয় তার অপেক্ষা না করে সুযোগকে কাজে লাগায় তারা কোনো আলোকিক ঘটনা ঘটার অপেক্ষায় থাকে না তারা নিজেরাই তাদের জীবন চমৎকার ভাবে কাটে জেকে রাওলিং বলেছেন আমি যখন কাজ করা শুরু করেছিলাম আমার সাথে একটি পুরনো টাইপরাইটার একটি বড় আইডিয়া ছিলো জেকে রাওলিং যখন ছোট ছিলেন তখন তার বোনের সাথে চার্জ পরিষ্কার করতে তার বাবা তাদের রেখে
চলে গিয়েছিলেন এবং অসুখের কারণে তার মা মারা যান তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু আপনি খুব অল্প বয়সে তাঁর বিয়ে হয় তারপর ডিভোর্সের পর তিনি তার একটি সন্তান নিয়ে সম্পূর্ণ একা হয়ে পড়েন তিনি হতাশায় ভুগতে থাকেন তাদের হতাশা তৈরি করেন বিখ্যাত জিনিস আছে যা করে দেয়ার পরও তিনি বারবার চেষ্টা করতে থাকেন একবার ভাবুনতো যদি না তিনি 13 তম পাবলিশার্সের কাছে যেতেন তাহলে আজ পৃথিবীর হারা তো তার মত একজন জনপ্রিয় লেখক বয়স কোনো বিষয় নয় বলেছেন আমার বয়স যখন 13 তখন আমি গৃহহীন ছিলাম কেএফসি প্রতিষ্ঠাতা হলেন
স্ট্যান্ডার তারপর যখন তখন তিনি তার অবসরের টাকা বিভিন্ন অথরিটির কাছে নিবেদন করেন তারা ফ্রাইড চিকেন এর গোপন রেসিপির জন্য তার রেসিপি 1920 করা হয় তবু তিনি নিজের উপর বিশ্বাস করেছিলেন এবং কখনো চেষ্টা করা থামাননি আপনি যদি 40 বা 50 বছরের হয়ে থাকেন আর আমি আপনার চেষ্টা ছেড়ে দেওয়ার কথা ভাবছে কারণ সবাই আপনাকে ব্যর্থ মনে করছে তবে দয়া করে তা করবেন না বরং আবার চেষ্টা করুন স্যান্ডার্সের গল্প আপনার জন্য একটি অনুপ্রেরণা হতে পারে রেজাল্ট কখনো যোগ্যতা নির্ধারণ করে না আপনি জানেন কি টিফিন পারফিউমের হিসেবে আপনি করার পর তাকে যে লোকটি রিজেক্ট করেছি সাইন করার পরদিনই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা হয় এবং যদি আপনি পরীক্ষায় ভালো করতে না পারে না থাকে
আপনার রেজাল্ট আপনার জ্ঞান কতটুকু তা বোঝানোর জন্য চোখ নিষ্ঠুর না তবে শুধু মনে রাখবেন একাডেমিক রেজাল্ট কখনো আপনার লক্ষ্য হতে পারে না কিন্তু আপনার লক্ষ্য হতে পারে জ্ঞান অর্জন করা আর ঠিক সময়ে কাজে আসে যদি আপনি এমন কেউ হয়ে থাকেন যে প্রত্যাখ্যানের ভয় এবং বারবার চেষ্টা করে ক্লান্ত এক হাল ছেড়ে দেয়ার কথা ভাবছেন তবে আমরা আপনাকে জানাতে চাই আজ আমরা এই টপিকের ওপর লেখা টি বেছে নিয়েছে আপনাকে জানানোর জন্য যে আপনি নিজে মনে না করা পর্যন্ত আপনি ব্যর্থ না তাই আপনার অসাধারণ আইডিয়া গুলো মনের মধ্যে রেখে দেবেন
না পৃথিবীটাই অন্যরকম হতো যদি নারী পর্দার সিন্ডারেলা আর কে এফ সি বার্গার না থাকতো কিন্তু আপনি কিসে বিশ্বাস করেন আপনি যেই হোন না কেন এবং অন্যরা যতবারই আপনাকে সাধারণ বলুক না কেন তাদের ভুল প্রমাণ করে দিন আপনি যদি বিশ্বাস করেন যে আপনার মাঝে কিছু প্রতিভা আছে যা পৃথিবীর কাছে অজানা তাহলে অন্যের কথায় কান দিবেন না আপনি আলাদা আর তারা সাধারণ তাই তারা আপনার চিন্তাভাবনা বুঝতে পারেনা পৃথিবীকে জানিয়ে দিন আপনি কতটা সাধারন আপনার ভেতরের চমক বাইরে নিয়ে আসুন আরো উজ্জ্বল করে তুলুন কারণ তিনি সবসময় গর্জন করে না মাঝে মাঝে একটি স্বল্প আওয়াজ দিন শেষে বলে ওঠে আমি আগামীকাল আবার চেষ্টা করব
0 Comments